যুমনা নদীর জল বাড়ছে , ভয়াবহ বন‍্যার কবলে নদী পাড়ের বাসিন্দারা : আতঙ্ক এলাকায়

25th July 2020 12:46 pm অনান‍্য
যুমনা নদীর জল বাড়ছে , ভয়াবহ বন‍্যার কবলে নদী পাড়ের বাসিন্দারা : আতঙ্ক এলাকায়


শিপলু জামান ( বাংলাদেশ ) : বাংলাদেশের সিরাজগঞ্জে যমুনার জল বেড়েই চলেছে । ভয়ংকর ভাঙনে আশ্রয় ও গৃহহীন হয়ে পড়ছেন নদীপাড়ের অসহায় মানুষেরা। বাংলাদেশে একমাসের মধ্যেই তৃতীয় দফায় একটানা চতুর্থ  দিনেও যমুনা নদীর জল বেড়েই  চলেছে। বইছে  বিপদসীমার ৯৪ সেন্টিমিটার  উপর দিয়ে। জল বাড়ার সাথে সাথে ভয়ংকর ভাঙনে আশ্রয়হীন ও গৃহহীন হয়ে  পড়েছেন যমুনাপাড়ের মানুষেরা।  সদর উপজেলার সিমলা - পাঁচ ঠাকুরী এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। প্রায় ২ শতাধিক বাড়ি ঘর,মসজিদ,আবাদী জমি,গাছ পালা নদী গর্ভে বিলীন হয়েছে। গৃহহারা মানুষ সহায়,সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন । এদিকে যমুনানদীর পানি অব্যাহতভাবে বেড়ে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক  বন্যা পরিস্হিতির আরও অবনিত  হয়েছে। জেলার বন্যা কবলিত ৬ টি উপজেলা কাজিপুর, সিরাজগঞ্জ সদর,বেলকুচি,চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ার জলবন্দি ৪০ হাজার মানুষ । বিশুদ্ধ জল , জ্বালানি, খাবার, টয়লেট , পয়ঃনিস্কাশন, শিশু খাদ্য,ওষুধপাতির অভাব ও গো খাদ্যের সংকটে  দুর্বিসহ জীবন যাপন করছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহম্মদ জানান,বন্যাকবলিত মানুষের জন্য ৪০০ টন জিআর চাল বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৪২ টন চাল বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ আছে ২৫৮ টন চাল। শিশুখাদ্য ও গো-খাদ্যের জন্য চার লাখ টাকা বিতরণ করা হয়েছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে ৩৯৫০ টি প্যাকেট।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।